প্রশিক্ষণ দিয়েই আমাদের দায় শেষ নয়, স্বাবলম্বী করে তোলার দায়িত্বও আমাদের

দেশের সেরা আইটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। শুধু প্রশিক্ষণ দিয়েই শেষ নয় ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সব সময় চেষ্টা করে শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে সঠিক কর্মসংস্থান সৃষ্টি করতে। ১২ বছরে প্রায় ১৫ হাজারেরও বেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে।

দেশীয় প্রতিষ্ঠানগুলো এখন আন্তর্জাতিক মানের কাজ করছে এবং স্যালারিও আকর্ষনীয়। শুধু প্রয়োজন সঠিক মানুষটিকে সঠিক জায়গায় প্লেস করা। যেমন ধরুন আপনি একজন দক্ষ 3D Animator কিন্তু আপনি জানেন না কোন কোম্পানি 3D Animator খুঁজছে আবার যে কোম্পানির 3D Animator প্রয়োজন সেও যোগ্য মানুষ পাচ্ছে না। ক্রিয়েটিভ আইটি এই ক্ষেত্রে সেতুর মত কাজ করছে।

আমাদের যোগ্য প্রশিক্ষণার্থীরা যেন যোগ্যতা অনুসারে সঠিক জায়গায় পৌছাতে পারে সেই লক্ষ্যেই কাজ করে আমাদের জবপ্লেসমেন্ট ডিপার্টমেন্ট।

আসুন ভিডিওতে দেখে নিই ক্রিয়েটিভ আইটির এই সেবাটি সম্পর্কে-

যে কোন তথ্য জানতে,

✉ ইনবক্স করুনঃ m.me/creativeitinstitute

📞 কল করুনঃ

01966177177, 01624666000, 01624888444

01625555444 ,01990779793

অনলাইন ভর্তির ক্ষেত্রে নিম্নের নম্বর ছাড়া অন্য কোন নম্বরে লেনদেন না করার অনুরোধ করা হল। যে কোন লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েবসাইটে দেয়া তথ্যের সাথে মিলিয়ে নিন।

☑বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টঃ 01990779780, 01990779766

☑রকেটঃ 019907797667

☑নগদ মার্চেন্ট অ্যাকাউন্টঃ 01990779766

ওয়েবসাইটঃ ঠিকানাঃ

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট

মমতাজ প্লাজা (৫ম তলা),

ল্যাব এইড হাসপাতালের বিপরীত পাশে

বাড়ি#৭, রোড#৪, ধানমন্ডি, ঢাকা

#CREATIVEITINSTITUTE #jobplacement #ITServices #freelancing

Recommended Reading >> bit.ly/32kRpzw

Comments