ক্রিয়েটিভ আইটির লাইভে আমরা যাকে নিয়ে এসেছি তার গল্প আমাদের সকলের জন্যই অনুপ্রেরণার হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পড়াশোনা শেষ করেছেন মৃদু। ছেলেবেলা থেকেই তার আগ্রহ ছিল ছবি আঁকার প্রতি। এ প্রতিভাকে কাজে লাগিয়ে তিনি গড়েছেন নিজের পরিচয়। পঞ্চরং নামে অনলাইন বুটিকস এর মাধ্যমে।
খুব অল্প পুঁজি নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করেন মৃদু। পরবর্তীতে নিজের সৃজনশীলতা, টেকনোলজি ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে তিনি এখন সফল ও স্বাবলম্বী, শুধু নিজে স্বাবলম্বী নন পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্বও দূর করে যাচ্ছেন। পঞ্চরং এর কর্ণধার মৃদুর শাড়িতে আঁকা শিউলি ফুল যেন বাস্তবে সুবাস ছড়িয়ে দিয়ে পঞ্চরং এর যাত্রাকে করেছে ঊর্ধ্বমুখী।
এই লাইভটি নতুন উদ্যাোক্তা বা যাদের উদ্যাোক্তা হওয়ার ইচ্ছে আছে তাদের বেশ উপকারে আসবে। কেননা আলোচনায় আসবে যাত্রা পথের কিছু সমস্যার কথা ও সমস্যার সমাধান। পাশাপাশি থাকবে ইউনিক কিছু টিপস। নারী উদ্যোক্তা মৃদু আমাদের জন্য হতে পারেন রোল মডেল। পাশাপাশি আমরা উৎসাহ নিতে পারি তার সাফল্য যাত্রা থেকে। এই বিষয়গুলো জেনে আমরা নিজেদের ব্যবসায়ও কাজে লাগাতে পারি।
তাই লাইভটি দেখতে ভুলবেন না।
#Facebooklive #enterpreneur #onlinebusiness #socialmedia #marketing #CREATIVEITINSTITUTE
Recommended Reading >> bit.ly/32kRpzw
Comments
Post a Comment