একটি সঠিক সিদ্ধান্তই যে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তারই উদাহরণ ক্রিয়েটিভ আইটির গ্রাফিক ডিজাইনের শিক্ষার্থী আরিফ। গত বছর লকডাউনের অবসরকে কাজে লাগানোর জন্য সিদ্ধান্ত নেন নিজেকে আইটিতে দক্ষ করে তুলবেন। তবে তিনি তখনও জানতেন না তার এই সিদ্ধান্তই পরিবর্তন করবে তার জীবন।
ফ্রিল্যান্সিং কিংবা আইটি সম্পর্কে জ্ঞানশূণ্য ছিলেন আরিফ, এমনকি কম্পিউটার চালনার ব্যাসিক বিষয় সম্পর্কেও ছিলেন অজ্ঞ। তবে এখন তিনি সফল ফ্রিল্যান্সার, আয় করছেন ৫০০ ডলারেরও বেশি।
পুরো বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও সত্যি। তাহলে আরিফের সফল হওয়ার পেছনের গল্পটি শুনুন তারই মুখে-
এছাড়াও গ্রাফিক ডিজাইন সম্পর্কে যে কোন প্রশ্ন থাকলে অংশ নিতে পারেন অনলাইন সেমিনারে।
✍️ সেমিনারে অংশ নিতে রেজিস্ট্রেশন ✉ ইনবক্স করুনঃ m.me/creativeitinstitute
📞 কল করুনঃ
01990779793, 01624666000, 01624888444,
01625555444, 01966177177
🔴 সরাসরি Virtual Counselling নিনঃ
Zoom Meeting ID: 811 7424 5293
(সপ্তাহে ৭দিন সকাল ৯.০০টা-৬.০০টা)
অনলাইন ভর্তির ক্ষেত্রে নিম্নের নম্বর ছাড়া অন্য কোন নম্বরে লেনদেন না করার অনুরোধ করা হল।
👉বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টঃ 01990779780, 01990779766
👉রকেটঃ 019907797667
👉নগদ মার্চেন্ট অ্যাকাউন্টঃ 01990779766
ওয়েবসাইটঃ আমাদের ঠিকানাঃ
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট
মমতাজ প্লাজা (৫ম তলা),
ল্যাব এইড হাসপাতালের বিপরীত পাশে
বাড়ি#৭, রোড#৪, ধানমন্ডি, ঢাকা
#CREATIVEITINSTITUTE #GraphicDesign #GraphicDesigner #CIT12Years #Freelancer
Recommended Reading >> bit.ly/32kRpzw
Comments
Post a Comment