কিভাবে প্রফেশনালরা ডিজাইন কনসেপ্ট চিন্তা করে?
গ্রাফিক ডিজাইন বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডিং বিষয়গুলোর একটি। শুধু কি সফটওয়্যার ও টুলস এর ব্যবহার জানলে গ্রাফিক ডিজাইনার হওয়া সম্ভব? আপনি হয়ত সফটওয়্যার সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে আপনার ডিজাইন কনসেপ্ট ইউনিক না তাহলে কিন্তু আপনি প্রতিযোগিতায় টিকতে পারবেন না।
গ্রাফিক ডিজাইন নিয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন অনলাইন ও লোকাল মার্কেটে এবং কর্মরত আছেন ক্রিয়েটিভ আইটিতে তাদের নিয়ে এক বিশেষ লাইভ আয়োজন করেছি। আগামী ১০ জুলাই রাত ৯.৩০ এ আমরা আসছি লাইভে।
লাইভে থাকবেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এর Graphic & Multimedia Department এর Department Head জনাব শহীদুর রাহমন, এবং ৩জন সিনিয়র ফ্যাকাল্টি জনাব মোহাম্মদ উল্লাহ রকি, তীর্থেন্দু হালদার রানা ও মোঃ হাফিজুর রহমান। যারা দীর্ঘদিন যাবত কাজ করছেন গ্রাফিক ডিজাইন নিয়ে।
👉যা নিয়ে আলোচনা করা হবে লাইভে-
☑গ্রাফিক ডিজাইনের জন্য ইউনিক কনসেপ্ট কতটা জরুরী?
☑কিভাবে ইউনিক কনসেপ্ট তৈরি করা যায়?
☑কি ধরনের ডিজাইন ট্রেন্ড বর্তমানে চলছে?
☑গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার গড়তে কোন কোন বিষয়ে খেয়াল রাখা জরুরী?
এছাড়াও এক্সপার্টরা যেহেতু লাইভেই থাকছেন আপনি আপনার প্রশ্নটি সরাসরি করে উত্তর জেনে নিতে পারবেন।
#graphicdesign #facebooklive #CREATIVEITINSTITUTE #onlinelearning
Recommended Reading >> bit.ly/32kRpzw
Comments
Post a Comment