১৫ আগস্টের এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রতিটি শহীদকে

শোকের মাস আগস্ট। এই মাসের ১৫ তারিখ আমরা হারিয়েছি জাতির পথ প্রদর্শক, জাতির স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত নক্ষত্রকে সাথে তার পরবিবার ও নিকট আত্মীয়দের। এই দিনে এই নৃসংশ হত্যাযজ্ঞ না চললে আজ হয়ত আমরা এগিয়ে যেতাম আরো কিছুটা পথ।

বাংলাদেশের ইতিহাসে অসংখ্য গৌরবোজ্জ্বল ঘটনার সাথে স্বর্ণাক্ষরে লিখিত আছে এই ঘৃণিত ঘটনাটিও।

আজ এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রতিটি শহীদকে যারা দেশের জন্য আত্মত্যাগ করে শিখিয়ে দিয়েছেন দেশপ্রেম।

Recommended Reading >> bit.ly/32kRpzw

Comments