গেমস ছাড়া কি আপনার বাচ্চা কিছুই বোঝে না? সমাধান চান?

গেমস ছাড়া কি আপনার বাচ্চা কিছুই বোঝে না? সমাধান চান?

ডিজিটাল যুগে আমাদের সন্তানরা যেন আটকা পড়েছে চার দেয়ালে। তাদের খেলাধুলা বলতে মোবাইল/ কম্পিউটার গেমসকেই বুঝে। প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু আসক্ত হয়ে যাচ্ছে না তো? এমন ঘটনা অহরহই দেখা যায় মোবাইল কিংবা কার্টুন ছাড়া খেতে চায় না কিংবা পড়াশুনা করতে চায় না, এই করোনা মহামারী তো আরো বেশি এসবে অভ্যস্ত করে ফেলেছে। এর জন্য হচ্ছে না সঠিক মেধা বিকাশ বা আপনার সন্তান Out of the Box কিছু ভাবতেও পারছে না।

তাই ক্রিয়েটিভ আইটির বিশেষ উদ্যোগ #Animation_for_Juniors. এতে করে দূর হবে ডিজিটাল ডিভাইসের আসক্তি এবং একই সাথে দক্ষতা অর্জন করে এগিয়ে থাকবে একধাপ।

তাই এবার লাইভে আসছে ক্রিয়েটিভ আইটির শিক্ষার্থী সৌরদিপ্ত বড়ুয়া, ষষ্ঠ শ্রেনিত�� পড়ুয়া সৌরদিপ্ত এখন কাজ করছে #3D_Animation নিয়ে।

👉 কি থাকছে এই লাইভে-

☑Animation for Juniors কাদের জন্য?

☑কি কি থাকছে এই কোর্সে?

☑কেমন ছিল তার অভিজ্ঞতা?

☑পড়াশোনায় কোন ব্যাঘাত হয়েছে কি না?

☑বর্তমানে কি কি ধরনের কাজ করছে?

☑ভবিষ্যতে কি করতে চায়?

এছাড়াও আপনার প্রশ্নটি জানিয়ে রাখতে পারেন কমেন্টে। আপনার প্রশ্নটি নিয়ে লাইভে আলোচনা করা হবে।

#CREATIVEITINSTITUTE #CIT12Years

Recommended Reading >> bit.ly/32kRpzw

Comments